সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কোন জিনিসটা সব মেয়ের দরকার তবুও তারা নেয় না

ইন্টারভিউর নাম শুনলেই অনেক প্রার্থী দুশ্চিন্তায় পড়ে যান। সাধারণ জ্ঞানের পাশাপাশি ইন্টারভিউতে প্রায়শই এমন কিছু ভিন্নধর্মী প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই হতভম্ব হয়ে যান। আবার সময়মতো উত্তর দিতে না পারলে পরীক্ষায় টিকতে কষ্ট হয়। পাঠকদের জন্য এমন কিছু অজানা প্রশ্ন ও তাদের উত্তর তুলে ধরা হলো—

১) কোন প্রাণী জিভ দিয়ে গন্ধ শোঁকে?
👉 সাপই একমাত্র প্রাণী যে জিভের সাহায্যে গন্ধ শোঁকে।

২) মেয়েদের শরীরের কোন অংশে হাড় নেই?
👉 জিভে কোনো হাড় নেই।

৩) ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন?
👉 মোরারজি দেশাই।

৪) ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে নারী-পুরুষের অনুপাত কত?
👉 প্রতি ১,০০০ জন পুরুষে নারীর সংখ্যা ৯৪৩ জন।

৫) কম্পিউটার কোন ভাষায় ডেটা প্রক্রিয়া করে?
👉 বাইনারি ভাষায়।

৬) ভারতের সবচেয়ে নোংরা রেলস্টেশন কোনটি?
👉 তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশন।

৭) কোন দেশে বিড়াল হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়?
👉 মিশরে।

৮) কোন দেশকে সুন্দরী মেয়েদের দেশ বলা হয়?
👉 ফ্রান্সকে।

৯) কোন গাছ হাঁটতে পারে?
👉 ওয়াকিং পাম গাছ, যা ইকুয়েডরে দেখা যায়।

১০) মেয়েদের কোন জিনিস সকাল-বিকাল সবসময় বাড়তে থাকে?
👉 বয়স (এটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সত্যি)।

১১) ভারতের কোন রাজ্যে সংস্কৃত সরকারি ভাষা?
👉 উত্তরাখণ্ড।

১২) কোন দেশে সবচেয়ে কম ভূমিকম্প হয়?
👉 কাতার।

১৩) কোন দেশে জলের উপর ভাসমান ফুটবল মাঠ আছে?
👉 সিঙ্গাপুরে।

১৪) কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না?
👉 হাঙ্গর।

১৫) কোন জিনিসটা মেয়েদের দরকার, তবুও তারা নেয় না কিন্তু সবাইকে দেয়?
👉 জ্ঞান।

Post a Comment

0 Comments