সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

যেসব মেয়ে কখনো স”হ”বা”স করেনি তাদের চেনার উপায়

ভার্জিন মেয়ে বোঝা যায় শরীর দেখে—এমন ধারণা কি সত্যি?
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সমাজে অনেকের মধ্যে এখনো এই প্রশ্ন ঘুরে বেড়ায়—বিয়ের পর কিভাবে বোঝা যাবে স্ত্রী ‘ভার্জিন’ কি না। কেউ বলে ব্রেস্ট দেখে বোঝা যায়, কেউ বলে ভ্যাজিনা দেখে বোঝা যায়। তবে চিকিৎসকরা একে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বলে মনে করেন।

চিকিৎসকদের মতে:

  • ব্রেস্ট বা নিপল দেখে কখনোই কারো কুমারীত্ব বোঝা সম্ভব নয়। এগুলো মূলত হরমোন, বয়স, ওজন এবং জেনেটিক কারণে ভিন্ন হতে পারে।

  • যোনির আকার, লিপের ঢাকনা (লিবিয়া), বা হাইমেনের অবস্থান দেখে নিশ্চিত হওয়া যায় না। কারণ দৌড়ানো, খেলাধুলা, সাইকেল চালানো, এমনকি কোনো আঘাতের কারণেও হাইমেন ছিঁড়ে যেতে পারে।

  • যৌন সম্পর্ক হলেও অনেক নারীর হাইমেন অক্ষত থাকতে পারে। আবার সম্পর্ক ছাড়াও হাইমেন নষ্ট হতে পারে।

ভ্রান্ত ধারণা ভাঙতে হবে
বিশেষজ্ঞরা বলছেন, নারীর কুমারীত্ব প্রমাণ করা বা জোর করে পরীক্ষা করা শুধু অমানবিকই নয়, এটি বৈজ্ঞানিকভাবেও ভুল। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসায়—শরীর দেখে নয়।

 

Post a Comment

0 Comments