সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কোন জিনিস যা করার সময় মেয়েরা চিল্লাই আর আর ছেলেরা চুপ থাকে

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভালো দখল থাকা জরুরি। এসএসসি, ব্যাংক, রেলওয়ে এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রায়ই আসে। জেনে নিন কিছু চমকপ্রদ প্রশ্নোত্তর, যেগুলো অনেকেরই অজানা—

১️⃣ ভারতের সর্বাধিক তালা উৎপাদন কোথায় হয়?
উত্তরঃ আলীগড়, উত্তর প্রদেশ।

২️⃣ কোন দেশের প্রতিটি নাগরিক সৈনিক হিসেবে প্রশিক্ষিত?
উত্তরঃ ইসরাইল। (প্রতিটি যুবক-যুবতীকে অন্তত ২ বছর সেনা প্রশিক্ষণ নিতে হয়)।

৩️⃣ ভারতে এখন পর্যন্ত কয়বার নোট বাতিল হয়েছে?
উত্তরঃ মোট তিনবার।

৪️⃣ ১৯১৯ সালে গান্ধীজি কোন ব্যাংক উদ্বোধন করেছিলেন?
উত্তরঃ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া।

৫️⃣ কোন দেশে ১০টি গাছ লাগালে সরকারি চাকরি দেওয়া হয়?
উত্তরঃ ফিলিপাইন।

৬️⃣ কোন প্রাণী ভূমিকম্পের আগেই বুঝে ফেলে?
উত্তরঃ মাছ।

৭️⃣ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে – এটি কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ নিকোলাস কোপার্নিকাস।

৮️⃣ সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকার উত্তর অংশে একাধিক দেশে বিস্তৃত।

৯️⃣ পৃথিবীর একমাত্র ত্রিভুজাকার পতাকা কোন দেশের?
উত্তরঃ নেপাল।

🔟 দক্ষিণ আফ্রিকার পতাকায় কয়টি রং রয়েছে?
উত্তরঃ ছয়টি।

1️⃣1️⃣ কোন দেশের জাতীয় পতাকায় জাহাজ ডুবির চিত্র রয়েছে?
উত্তরঃ বারমুডা।

1️⃣2️⃣ মোনালিসার চিত্রকর্ম কে এঁকেছেন?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।

1️⃣3️⃣ ব্রাজিলের রাজধানীর নাম কী?
উত্তরঃ ব্রাসিলিয়া।

1️⃣4️⃣ বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?
উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা।

1️⃣5️⃣ কোন কাজের সময় মেয়েরা চিৎকার করে আর ছেলেরা চুপ থাকে?
উত্তরঃ স্বামী-স্ত্রীর ঝগড়া। (এটি বিভ্রান্তিমূলক প্রশ্ন হিসেবে ইন্টারভিউতে করা হয়)।

Post a Comment

0 Comments