সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ফারিণের ৪ মিনিটের ভিডিও ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়

অভিনয়ে বরাবরের মতোই প্রশংসিত শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে ইতোমধ্যেই একাধিক কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু দেশে নয়, ওপার বাংলাতেও অভিনয়ের আলো ছড়িয়েছেন এই তারকা।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও দক্ষ ফারিণ। এর আগেও তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার ইংলিশ গান ‘জেলাসি’ পরিবেশন করে আবারও ভক্তদের মুগ্ধ করলেন।

গত ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক ল্যাব্রিন্থ-এর জনপ্রিয় গান ‘জেলাসি’ গেয়ে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। খোলা চুলে, নিভু নিভু আলোয় বিষণ্ন আবহে গানটি পরিবেশন করতে দেখা যায় তাকে।

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের প্রশংসায় ভেসে যান ফারিণ। কেউ লিখেছেন— “দারুণ কণ্ঠ, অসাধারণ গেয়েছেন।” আরেকজনের মন্তব্য— “মন ভরে গেল শুনে।” অনেকেই তাকে আখ্যা দিয়েছেন “মিষ্টি কণ্ঠের মালিক” হিসেবে।

প্রথমবারের মতো হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। যদিও পরে লন্ডনের এক মঞ্চে খালি গলায় একই গান পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে নতুন ইংলিশ গান গেয়ে ফের ভক্তদের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি।

এদিকে ফারিণের সর্বশেষ অভিনয় কাজ ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদ নির্মিত এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিরিজটির গল্প ২০০৭ সালের জুলাই মাসে ময়মনসিংহে ৯ জনের ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করার সেই আলোচিত ঘটনাকে ঘিরেই নির্মিত।

 

Post a Comment

0 Comments