সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ভাইরাল পুরনো ভিডিও ,সামনে এলো দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার কারণ!

পুরনো ভিডিও ভাইরাল, সামনে এলো দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার আসল কারণ!

এতদিন আড়ালেই ছিল টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রেম ভাঙার আসল কারণ। তবে সেই রহস্যই প্রকাশ্যে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া এক পুরনো ভিডিওতে।

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর পুরনো এক সাক্ষাৎকারের ভিডিওই নেটিজেনদের নজরে আসছে। সেখানে রুক্মিণীকে বলতে শোনা যায়—
“আমি দীর্ঘদিন ধরে একজনের সঙ্গে সম্পর্কে জড়িত। অনেকে মনে করেন ২০১৭ সাল থেকে আমাদের সম্পর্ক শুরু। কিন্তু আসলে তা নয়, তার অনেক আগে, প্রায় পাঁচ বছর আগে থেকেই আমরা সম্পর্কে জড়িত।”

রুক্মিণী আরও বলেন, “আমি তখন শুধু মডেলিং করছিলাম। দেব আমাকে বলতো, তুমি ছবি করো। কিন্তু আমি তখনো বলতাম, না আমি ছবি করবো না।”

তার বক্তব্য থেকেই স্পষ্ট হয়, দেব-রুক্মিণীর সম্পর্ক শুরু হয়েছিল ২০১২ সালে। আর সেখানেই মেলে দেব-শুভশ্রীর প্রেম ভাঙার সূত্র।

ফিরে তাকালে দেখা যায়, দেব-শুভশ্রীর প্রেমের শুরু ‘চ্যালেঞ্জ’ (২০০৯) সিনেমার সেটে। সিনেমাটি সুপারহিট হওয়ার পর তারা জুটি বেঁধে আরও একাধিক ছবিতে অভিনয় করেন। একসময় এই সম্পর্ক এতটাই গাঢ় হয় যে, বিয়ের কথাবার্তাও চলছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু হঠাৎ করেই ২০১৩ সালে ভেঙে যায় চার বছরের সম্পর্ক।

সে সময় মুক্তি পাওয়া দেব-শুভশ্রী অভিনীত ‘খোকা ৪২০’ ছিল তাদের শেষ ছবি। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। যদিও ২০১৩ সালে শুরু হওয়া ‘ধূমকেতু’র কাজ শেষ হয় ২০১৫ সালে, এবং মুক্তি পায় দীর্ঘ ৯ বছর পর ২০২৪-এ। ছবির প্রচারে একসঙ্গে হাজির হলেও দু’জনের ব্যক্তিগত সম্পর্কের ফাঁক স্পষ্ট বোঝা গেছে।

শুভশ্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন,
“সেই সময় আমি আমার চারটা বছর নষ্ট করেছি। বাইরে হাসিখুশি থাকলেও, ভেতরে অনেক কষ্টে ছিলাম। বাবা-মায়ের কাছেও সব বলতে পারিনি।”

সব মিলিয়ে নেটিজেনদের ধারণা, শুভশ্রীর সঙ্গে সম্পর্কে থাকা অবস্থাতেই দেবের জীবনে এসেছিলেন রুক্মিণী। ২০১২ সালেই শুরু হয়েছিল দেব-রুক্মিণীর সম্পর্ক। আর সেই কারণেই শেষমেষ ভাঙে দেব-শুভশ্রীর বহু আলোচিত প্রেম।

👉 এখন প্রশ্ন উঠছে—পুরনো ভিডিও ফাঁস হয়ে যাওয়া এই তথ্য কি আবারও টালিউডে নতুন আলোচনার জন্ম দেবে?

 

Post a Comment

0 Comments