“খেলার ছলে সম্পর্ক, এখন দুশ্চিন্তায় গৃহবধূ— গর্ভের সন্তান কার, স্বামী নাকি দেবর?”
নিজস্ব প্রতিবেদক:
এক তরুণ গৃহবধূর জীবন এখন চরম দুশ্চিন্তায়। বিয়ের আড়াই বছর পর হঠাৎ করেই তিনি আবিষ্কার করেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে সন্তানের প্রকৃত বাবা কে— স্বামী নাকি দেবর— তা নিয়ে তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন।
পরিবারের সবার ভালোবাসা ও আদরের মধ্যে সংসার শুরু করলেও দেবরের সঙ্গে ঘনিষ্ঠতা একসময় অনাকাঙ্ক্ষিত সম্পর্কে গড়ায়। খেলার ছলে শুরু হওয়া সম্পর্ক শারীরিক পর্যায়ে গড়ালে সেটিই আজ দুশ্চিন্তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
গৃহবধূর দাবি, তিনি তার সংসারকে ভালোবাসেন এবং স্বামীকেই সন্তানের পিতা হিসেবে মেনে নিতে চান। তবে এই অভিজ্ঞতা থেকে অন্যদের জন্য সতর্কবার্তাও দিয়েছেন— “খেলার ছলে এমন সম্পর্ক যেন আর কেউ না করে।”
বিশেষজ্ঞদের পরামর্শ:
মনোবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে দাম্পত্য সম্পর্কে খোলামেলা আলোচনা, বিশ্বাস ও একে অপরের প্রতি দায়িত্বশীল থাকা জরুরি। একইসঙ্গে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সীমারেখা বজায় রাখা উচিত।
0 Comments