সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

পুরুষের গোপন যে চার বিষয় কখনো টের পান না নারীরা

পুরুষের গোপন চার দিক, যা নারীরা বুঝতেই পারেন না

অনেক নারী মনে করেন, তারা তাদের পুরুষ সঙ্গীকে সম্পূর্ণভাবে চেনেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। পুরুষদের মন বোঝা যেমন কঠিন, তেমনি রয়েছে কিছু বিষয় যা তারা কখনো মুখে প্রকাশ করেন না। এমনকি স্ত্রী বা প্রেমিকাও এসব ব্যাপারে ধারণা পান না।

১. যৌন জীবনে বৈচিত্র্য পছন্দ করেন পুরুষরা
প্রতিটি পুরুষই শারীরিক সম্পর্কে আগ্রহী হলেও একঘেয়েমি পছন্দ করেন না। যৌন জীবনে বৈচিত্র্য আনার দায়িত্ব আংশিকভাবে নারীর ওপরও বর্তায়।

২. আগ্রহ হারালে রোমান্স কমে যায়
কোনো পুরুষ যখন নারীর প্রতি আকর্ষণ হারান, তখন রোমান্টিক আচরণ থেকেও সরে যান। তাই অকারণ ঝগড়া বা বিরোধ পুরুষ সঙ্গীর আগ্রহ নষ্ট করতে পারে।

৩. নির্দিষ্ট ধরনের সিনেমায় অনাগ্রহ
রোমান্টিক কমেডি, অতিরিক্ত আবেগপ্রবণ বা পূর্বনির্ধারিত সমাপ্তির সিনেমায় বেশিরভাগ পুরুষের আগ্রহ থাকে না। তারা বরং ভিন্নধর্মী গল্প দেখতে পছন্দ করেন।

৪. ঠান্ডা হাত-পায়ের অভ্যাসে অস্বস্তি
অনেক নারী নিজের ঠান্ডা হাত-পা গরম করার জন্য সঙ্গীর শরীর ব্যবহার করেন। অথচ পুরুষরা এই অভ্যাসটিকে বেশ বিরক্তিকর বলে মনে করেন।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা যোগাযোগই সবচেয়ে জরুরি।

 

Post a Comment

0 Comments