সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

যেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেন

দাম্পত্য জীবনে ভাঙনের মূল কারণ সন্দেহ

দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও বিশ্বাসের ভিত্তিতে। স্বামী-স্ত্রীর মধ্যে যত গভীর হয় ভালোবাসা ও সহানুভূতি, ততই দৃঢ় হয় তাদের সম্পর্কের বন্ধন। তবে এই সম্পর্কে যখন জায়গা করে নেয় অবিশ্বাস ও সন্দেহ, তখনই শুরু হয় দূরত্ব, কলহ, এমনকি নির্যাতন—যা শেষ পর্যন্ত নিয়ে যায় পারিবারিক ভাঙনের দিকে।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ দাম্পত্য কলহের মূল সূত্রপাতই ঘটে স্বামী-স্ত্রীর পারস্পরিক সন্দেহ থেকে। আধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে গতিশীল করেছে ঠিকই, তবে এর পাশাপাশি এনেছে নতুন চ্যালেঞ্জও। মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাড়ছে পরিচিতির পরিসর, তৈরি হচ্ছে অপ্রয়োজনীয় সম্পর্ক এবং নেতিবাচক আবেগ। এসবই বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সন্দেহ সেই আদি যুগ থেকে সম্পর্ক ধ্বংসের অন্যতম বড় কারণ। এটি কারও মধ্যে স্বাভাবিক আবেগ হিসেবে প্রকাশ পেলেও, আবার অনেকের ক্ষেত্রে তা অসুস্থ মানসিকতার রূপও নিতে পারে। আর এই সন্দেহই অনেক সময় সুখী সংসারকে করে তোলে অশান্তির নীলচে আকাশ।

 

Post a Comment

0 Comments