সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সুন্দরী স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ গেল স্বামীর

সিঁড়ি থেকে পড়ে স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ গেলো স্বামীর, হাসপাতালে মৃত্যু দুজনেরই

ভারতের রাজকোটে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। ১২৮ কেজি ওজনের স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ হারালেন স্বামী। অবিশ্বাস্য এই ঘটনাটি এখনো আত্মীয়-স্বজন থেকে শুরু করে চিকিৎসকদেরও হতবাক করে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত স্বামী-স্ত্রী হলেন নটবরলাল বিথালিনী ও মঞ্জু বিথালিনী। তারা রাজকোটের অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে বসবাস করতেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে দোতলায় ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। সিঁড়িতে তখন আগে থেকেই ছিলেন স্বামী নটবরলাল। হঠাৎই মঞ্জুলার পা পিছলে যায় এবং তিনি স্বামীর ওপর পড়ে যান। এতে নটবরলালের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মঞ্জুলাও মারাত্মকভাবে আহত হন।

দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মস্তিষ্কে রক্তক্ষরণে শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়।

অন্যদিকে, ছেলেকে বাঁচাতে ছুটে আসা পুত্রবধূ নিশা সিঁড়িতে পিছলে পড়ে আহত হন। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, ওই দম্পতি বাংলোর একতলায় থাকতেন, আর ছেলে আশিস ও পুত্রবধূ দোতলায় থাকতেন। ভোর চারটায় আশিসের শ্বাসকষ্ট শুরু হলে স্ত্রী নিশা ওষুধ আনতে নিচে যান, তখনই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

 

Post a Comment

0 Comments