সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

জীবন চালাতে চাই চার-পাঁচজন পুরুষ! : শ্রীলেখা

খোলামেলা শ্রীলেখা মিত্র: প্রেম নয়, জীবন চালাতে চাই চার-পাঁচজন পুরুষ!

ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই খোলামেলা মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। এপার বাংলাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন, জীবনে প্রেম বা এক পুরুষের প্রয়োজন নেই, বরং চাই একসঙ্গে চার-পাঁচজন পুরুষ— যারা আলাদা আলাদা ভূমিকা পালন করবেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শ্রীলেখা জানান, “আমার তো একসঙ্গে চার-পাঁচজন পুরুষ দরকার। একজন ফাইনান্স দেখবে, একজন রোমান্টিক হবে— গান গাইবে, কবিতা পড়ে শোনাবে। একজন আবার বাজার-সদাই সামলাবে। একজন পুরুষের মধ্যে সব পাওয়া যায় না, তাই ছড়িয়ে দাও ভালবাসা।”

অভিনেত্রীর মতে, বিভিন্ন বয়সের পুরুষ তাকে নিয়ে স্বপ্ন দেখে এবং সেটিকে তিনি বড় কমপ্লিমেন্ট হিসেবেই নেন। তার খোলামেলা উত্তর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আগেই।

প্রেমকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করে ৪৫ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানালেন, “আমার চারপাশে হয়তো অনেক পুরুষ বন্ধু আছে, কিন্তু সত্যিই আমার কেউ নেই। আমার খিদে পেলে খাবো, ঘুম পেলে ঘুমাবো। আবার শরীরী চাহিদা থাকলে সেটা পূরণ করব। তার জন্য প্রেম লাগবে— এর কোনো মানে নেই।”



 

Post a Comment

0 Comments