গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ (৩৫) নামের এক স্থানীয় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত আপেল মাহমুদ পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ও জামায়াতের স্থানীয় সক্রিয় নেতা। হামলার পর গুরুতর অবস্থায় তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল হাতে আপেল মাহমুদের ওপর হামলা চালায়। আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
ওসি প্রশান্ত কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের দাগসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। পলাতক হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

0 Comments