প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে প্রীতি ম্যাচ। তবে এবার বিশেষ সংযোজন—সাবেক তারকাদের পাশাপাশি একই দিন বিকেলে মাঠে নামবেন বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররাও।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে আগামী ১৬ ডিসেম্বর এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। দুই দলের নাম রাখা হয়েছে— অদম্য ও অপরাজেয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুই স্কোয়াডের তালিকা প্রকাশ করেছে কোয়াব। যেখানে অদম্য দলের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে অপরাজেয় দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
অদম্য স্কোয়াড
-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
-
হাবিবুর রহমান সোহান
-
তানজিদ হাসান তামিম
-
সৌম্য সরকার
-
তাওহীদ হৃদয়
-
মাহিদুল ইসলাম অঙ্কন
-
আফিফ হোসেন ধ্রুব
-
আকবর আলী
-
মোহাম্মদ সাইফউদ্দিন
-
হাসান মাহমুদ
-
তানভির ইসলাম
-
শরিফুল ইসলাম
অপরাজেয় স্কোয়াড
-
পারভেজ হোসেন ইমন
-
মোহাম্মদ মিঠুন
-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
-
মাহমুদুল হাসান জয়
-
নুরুল হাসান সোহান
-
শেখ মেহেদী
-
জাকের আলী অনিক
-
শামীম হোসেন পাটোয়ারি
-
নাসুম আহমেদ
-
তানজিম হাসান সাকিব
-
নাহিদ রানা
-
আব্দুল গাফফার সাকলাইন
বিজয় দিবসের এই বিশেষ ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ ভক্তদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করছে কোয়াব।

0 Comments