বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা আপডেট জানাতে শনিবার (৬ ডিসেম্বর) আয়োজিত ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গঠিত মেডিকেল বোর্ড তার উন্নতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছে এবং তারা আশাবাদী, খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। তিনি আরও জানান, চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একইভাবে তারেক রহমানও বিদেশ থেকে পুরো চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। এখনই তাকে দীর্ঘ ১২–১৪ ঘণ্টার যাত্রায় নেওয়া সম্ভব নয়।” কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসা এবং চিকিৎসকদের মূল্যায়ন—এই দুই কারণে বিদেশ যাত্রা আপাতত বিলম্বিত হয়েছে বলেও তিনি জানান।
স্বাস্থ্যের উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হবে বলে জানান ডা. জাহিদ।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “যে কোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকুন। গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করবেন না।”

0 Comments