সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন: হাসপাতাল থেকে বেরিয়ে কনকচাঁপা


 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। তবে তিনি সরাসরি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। সেখানে তার সাক্ষাৎ হয় খালেদা জিয়ার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে।

ফাতেমার বরাতে কনকচাঁপা জানান, খালেদা জিয়া বর্তমানে নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি আরও জানান, খালেদা জিয়া দু’-একবার চোখ খুলে তাকাচ্ছেন।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কনকচাঁপা বলেন, “সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে। বিশ্বাস করি, এত মানুষের দোয়ার মধ্যে আল্লাহ নিশ্চয়ই কারও না কারও দোয়া কবুল করবেন।” তিনি আরও বলেন, আল্লাহ যেন দ্রুত খালেদা জিয়াকে আরাম ও সুস্থতা দান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেন এই শিল্পী। এক পোস্টে তিনি লেখেন, “ম্যাডামের সুস্থতার কথা ভেবে হাসপাতালে ভিড় করা ঠিক না—এ কথা মনে রেখেই আমরা দোয়া করছিলাম। কিন্তু মন আর মানেনি। শেষ পর্যন্ত নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার কক্ষের সামনে পর্যন্ত যাই।”

এসময় হাসপাতালে বিএনপির একাধিক শীর্ষ নেতা, চিকিৎসক ও স্বজনদের উপস্থিতি দেখা যায়। তাদের কাছ থেকেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া এবং তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment

0 Comments