ব্রাজিলের জোও পেসোয়া শহরে ভয়াবহ এক ঘটনায় সিংহের খাঁচায় প্রবেশ করে প্রাণ হারিয়েছেন গেরসন দে মেলো মাচাডো নামে ১৯ বছর বয়সী এক যুবক। রোববার ঘটে যাওয়া এই ঘটনা প্রত্যক্ষ করে চিড়িয়াখানায় উপস্থিত দর্শনার্থীরা আতঙ্কে নিস্তব্ধ হয়ে পড়েন।
স্থানীয় পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাচাডো প্রথমে প্রায় ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেষ্টনী টপকে একটি গাছের ডাল ব্যবহার করে সরাসরি সিংহের খাঁচায় প্রবেশ করেন। খাঁচায় ঢোকার পরই তার মুখোমুখি হয় সিংহিনী 'লিওনা'। মুহূর্তের মধ্যে প্রাণীটি তাকে ধরে ফেলে মাটিতে আছড়ে দেয়। এতে গুরুতর আহত হওয়া মাচাডোকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানায়—ঘাড়ের রক্তনালী ছিঁড়ে যাওয়ায় তিনি মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন ধরে মাচাডো মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সিংহ প্রশিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। তার পরামর্শদাতা জানান, পারিবারিকভাবে মানসিক রোগের ইতিহাস থাকলেও তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাননি। এর আগেও তিনি বিপজ্জনক কিছু আচরণ করেছেন—একবার তো সুরক্ষা বেড়া কেটে বিমানবন্দরের ভেতরেও ঢুকে পড়েছিলেন।
এই ঘটনার পর চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা বিষয়টিকে “পুরোপুরি অপ্রত্যাশিত” বলে উল্লেখ করেছেন। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

0 Comments