সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারারাত পাহারা দিলো একদল কুকুর


ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে ঘটেছে এক মানবিক ও হৃদয়স্পর্শী ঘটনা। ফেলে দেওয়া এক নবজাতককে পুরো রাত পাহারা দিয়ে রক্ষা করেছে কয়েকটি পথকুকুর। সোমবার (১ ডিসেম্বর) ভোরে রেলওয়ে কর্মীদের একটি কলোনির বাথরুমের সামনে শিশুটিকে কুকুরগুলো বৃত্তাকারে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বিস্মিত হন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে স্থানীয়রা রক্তমাখা সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখেন। আশপাশে তখন কোনো মানুষের উপস্থিতি ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েকটি পথকুকুর শিশুটির চারপাশে বৃত্ত তৈরি করে নীরবে পাহারা দিচ্ছিল। কোনো হুমকি বা আগ্রাসন ছিল না, বরং ছিল নিঃশব্দ সতর্কতা।

শিশুটিকে প্রথম দেখতে পান কলোনির বাসিন্দা শুক্লা মণ্ডল। তিনি জানান, এমন দৃশ্য কখনও কল্পনাও করেননি। কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না, বরং শিশুটিকে ঘিরে যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে ছিল।

আরেক বাসিন্দা শুভাশ পাল বলেন, ভোরে হালকা কান্নার শব্দ শুনে তিনি ভেবেছিলেন কোনো বাড়ির শিশু অসুস্থ। বাইরে গিয়ে দেখেন এক নবজাতক পড়ে আছে, আর কুকুরগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে।

সকাল হলে শুক্লা মণ্ডল ধীরে ধীরে এগিয়ে গেলে কুকুরগুলো সরে গিয়ে পথ করে দেয়। তিনি নিজের ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের সহায়তায় প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয় তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মাথায় যে রক্ত দেখা গেছে, তা জন্মের সময়ের—যা থেকে ধারণা করা হচ্ছে, জন্মের কিছুক্ষণ পরই তাকে সেখানে ফেলে যাওয়া হয়েছিল।

নবদ্বীপ থানার পুলিশ ধারণা করছে, স্থানীয় কেউ রাতের আঁধারে শিশুটিকে রেখে গেছে। বিষয়টি তদন্তের পাশাপাশি চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক রেলকর্মী আবেগভরে বলেন, “যাদের আমরা প্রতিদিন তাড়াই, আজ তারাই এক শিশুর প্রাণ বাঁচাল।”

Post a Comment

0 Comments