টাঙ্গাইলের সখিপুরে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সানজিদা শারমিন লিমার দায়ের করা ধর্ষণ মামলায় বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ রানা (৩৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আজাদ রানা কালিয়াণ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলা সূত্রে জানা যায়, সানজিদা শারমিন লিমা টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজাদ রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে সখিপুর থানাকে এফআইআর হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে থানায় মামলা রেকর্ড হওয়ার পরই পুলিশ আজাদ রানাকে গ্রেপ্তার করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, “আদালতের নির্দেশে থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এই মামলার ভিত্তিতে অভিযুক্ত আজাদ রানাকে আমরা গ্রেপ্তার করেছি।”
মামলা গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

0 Comments