ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে চাঁদাবাজির বোঝা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। তিনি দাবি করেন, “যে সময় পাঁচ টাকা চাঁদা লাগত, এখন দিতে হয় ২০ টাকা। জনগণ আজ এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। ন্যায়-ইনসাফের পক্ষে রায় দিতেই তারা ঐক্যবদ্ধ হবে।”
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুর আজিজ মোমোরিয়াল স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
‘কালো টাকা ও অস্ত্র দিয়ে দেশকে বন্দি করার চেষ্টা চলছে’
সাদ্দাম আরও বলেন, “কালো টাকার প্রভাব ও বিদেশি অস্ত্র ঢুকিয়ে জনগণকে জিম্মি করা হচ্ছে। ভোটকেন্দ্র দখল ও ক্ষমতার পালাবদলের মাধ্যমে দেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করা হচ্ছে। বাংলাদেশবাসী আর এটি মেনে নেবে না।”
শেখ হাসিনার সমালোচনা
বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিবাদের রানি’ উল্লেখ করে বলেন, “বাংলাদেশের মানুষ তাকে আর ভয় পায় না। জনগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।”
সমাবেশে শীর্ষ নেতাদের অংশগ্রহণ
সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বাগেরহাটের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, আইনজীবী আব্দুল ওয়াদুদ, শেখ মঞ্জুরুল হক রাহাদসহ শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি
মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

0 Comments