সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ফরিদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিএনপি নেতার, থানায় অভিযোগ


 ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমস-এর সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব-কে বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুজাহিদুল ইসলাম জানায়, তিনি সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন ও তা নিয়ে স্থানীয় কিছু বিশ্লেষণাত্মক সংবাদ প্রকাশ করেন। বিশেষত ফরিদপুর জেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ এক সদস্যের ছোট ভাই হিসেবে পরিচিত হাসিবকে হঠাৎ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বসানোর প্রসঙ্গ প্রশ্ন তোলায় বিষয়টি শুরু হয়।

অভিযোগে বলা হয়েছে, ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসিবুল হাসান হাসিব তাকে ফেসবুক মেসেঞ্জারে ফোন করে এবং একাধিক অডিও বার্তা পাঠিয়ে ভয় প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। মামলায় মুজাহিদুলের উদ্ধৃত করা আডিও ও কলের কিছু অংশে বলা হয় —

“তুই লেখার কে? আমি আসতেছি তোর হাড্ডি খুলে ঝুলোবানি… আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি আইসে তোকে হাড্ডি ভাঙ্গবানি… তোমার বাজান আছে তাদের কাছে আমার নাম শুনবা।”

জিডিতে মুজাহিদুল উল্লেখ করেছেন, এই হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন ও ভয় পান যে কোনো মুহূর্তে হাসিব বা তার সমর্থকরা তাদের জীবননাশ করতে পারে। তিনি বলেন, একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে এটি তার পেশাগত স্বাধীনতার উপর সরাসরি আঘাত।

ঘটনায় এলাকার উত্তেজনা বিরাজ করছে; মুজাহিদুলের পরিবার নিরাপত্তা ও দ্রুত আইনি ব্যবস্থা চেয়েছে। আলফাডাঙ্গা থানা বিষয়টি নিয়ে জানালে পরে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে (থানার বক্তব্য অনুপলব্ধ)।

সাংবাদিকসহ স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘটনাকে সংবাদপত্রে কাজ করা সাংবাদিকদের প্রতি ভয় ও অনাস্থা সৃষ্টিকারী হিসেবে দেখছেন ও মামলার দ্রুত তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয়তার দাবি করছেন।

Post a Comment

0 Comments