নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এম এ মতিনের সমর্থিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মান্দা আসনে ডা. ইকরামুল বারী টিপুকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা বলেন, এম এ মতিন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা, যিনি দীর্ঘদিন দলীয় সংগ্রামে অংশ নিয়েছেন এবং বারবার কারাবরণ করেছেন।
বক্তারা আরও বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদি সিদ্ধান্ত বাতিল না করা হয়, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে গোটা মান্দা অচল করে দেওয়া হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন—ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কসব ইউনিয়নের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কাশোপাড়া ইউনিয়নের সভাপতি সোহানুর রহমান সোহান, কালিকাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান গদুসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা।
মানববন্ধন শেষে তারা ঘণ্টাব্যাপী নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

0 Comments