দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন,
“প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি তাদের পাশে থাকবো—ইনশাল্লাহ।”
এর আগে শনিবার সন্ধ্যায় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে শিক্ষকরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধা ও লাঠিচার্জের শিকার হন। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার দায়িত্বে যারা নিয়োজিত, সেই শিক্ষকদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

0 Comments