বন্ধু বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু — রাজশাহীর বড়াল নদে মর্মান্তিক ঘটনা
রাজশাহীর চারঘাটে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে বড়াল নদের উৎসমুখের পাশে গোসলে নেমে তলিয়ে যান দুই কিশোর বন্ধু। প্রাণ হারান দুজনই — একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনও পানিতে ডুবে যায়।
নিহতরা হলেন উপজেলার থানাপাড়ার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)।
একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, রিহান ও মাহিদ ছিল অতি ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিনই একসঙ্গে সময় কাটাত তারা। সোমবারও ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। বড়াল নদীর কিছু জায়গায় পানি কম থাকলেও কিছু অংশে রয়েছে গভীর গর্ত। গোসলে নামার পর একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু দুজনই আর উঠে আসেনি।
দীর্ঘ উদ্ধার অভিযান
সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রিহান ও মাহিদের মরদেহ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের বক্তব্য
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ডুবুরি দল জেলা সদর থেকে আসায় কিছুটা দেরি হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তখন তারা আর বেঁচে ছিল না।”
স্থানীয়দের ভাষ্যে, রিহান ও মাহিদের বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য — একসঙ্গে খেলাধুলা, আড্ডা, সময় কাটানো সবকিছুই ছিল তাদের জুটি হয়ে। শেষ পর্যন্ত মৃত্যুও যেন তাদের আলাদা করতে পারেনি।

0 Comments