আবরার আহমেদের বিধ্বংসী বোলিং ও সাইম আইয়ুবের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা। এটি প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।
সোমবার (৩ নভেম্বর) ফয়সালাবাদের ধীরগতির উইকেটে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মাত্র ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে কুইন্টন ডি কক একাই লড়াই করেন, করেন ৫১ রান। তবে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ ছিলেন ম্যাচের মূল পার্থক্য গড়ে দেওয়া বোলার— মাত্র ২৭ রান খরচায় নেন ৪ উইকেট, যার মধ্যে তিনটি উইকেট আসে মাত্র দুই ওভারের ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার ইনিংস ধস
শাহিন শাহ আফ্রিদি ও সাইম আইয়ুবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ডি কক ও প্রিটোরিয়াস ৭২ রান যোগ করলেও সালমান আগা ভাঙেন সেই জুটি। এরপর টনি ডি জরজি, হারম্যান, ফেরেইরা, বোশ— একে একে সবাই আবরারের ঘূর্ণিতে কুপোকাত হন।
শেষ দিকে আফ্রিদি টানা দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেন মাত্র ৩৭.৫ ওভারে।
রানের পাহাড় নয়, ছিল শুধু টার্গেট
১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান— নান্দ্রে বার্গারের বলে ফাখর জামান শূন্য রানে ফিরে যান। তবে এরপর দায়িত্ব নেন সাইম আইয়ুব ও বাবর আজম।
আইয়ুব শুরুতে ধীরগতিতে খেললেও পরে দারুণ আক্রমণাত্মক হয়ে ওঠেন— প্রথম ১০ বলে রান না পেলেও পরের ৩০ বলে ছক্কা-চারে ভরিয়ে তোলেন মাঠ। বাবর আজম ২৭ রান করে রানআউট হলে কিছুটা চাপ তৈরি হলেও সেটি সামলে নেন আইয়ুব ও রিজওয়ান।
আইয়ুব ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে ৭০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে রিজওয়ান ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। পাকিস্তান জয় পায় ২৪.৫ ওভার বাকি থাকতে।
ঐতিহাসিক সাফল্য
এই জয়ে পাকিস্তান শুধু সিরিজই জেতেনি, বরং প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ধারাবাহিকতা। প্রোটিয়াদের বিপক্ষে এটি ছিল পাকিস্তানের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়, যা দলটির জন্য এক বড় আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠেছে।

0 Comments