সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কুমিরকে সর্দির ভয় দেখাবেন না: সরকারকে চরমোনাই পীর


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। আমরা ভয়ভীতির রাজনীতি মানি না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে নানা হুমকি, হামলা, ভয়ভীতির মধ্য দিয়েই আমাদের পথচলা। অনেক রক্ত দিয়েছি, তাই এখন আর ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নাই, কুমির তো পানিতেই থাকে।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ বাজার মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমন।

পীর সাহেব চরমোনাই বলেন, “স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে চোরের চ্যাম্পিয়নে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে জনগণ। এই অনাচারের মূল কারণ হলো—আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো কুফরি আইন চালু করা।”

এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

Post a Comment

0 Comments