ছেলে সন্তান পাওয়ার কোনো পদ্ধতি আছে? জানালেন ডা. তাসনিম জারা
ভারতীয় উপমহাদেশে ছেলে সন্তান পাওয়ার প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। এ নিয়ে সমাজে নানা বিশ্বাস ও অদ্ভুত সব পদ্ধতির প্রচলন রয়েছে। প্রাচীনকালে যেমন কিছু কুসংস্কার প্রভাব ফেলেছিল, আজও অনেকে সেসব বিশ্বাস করে থাকেন।
সম্প্রতি এই বিষয়েই বক্তব্য দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য সচেতনতামূলক কনটেন্ট নির্মাতা ডা. তাসনিম জারা। তিনি জানালেন, বাস্তবে ছেলে সন্তান পাওয়ার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই।
ফ্রান্সের উদাহরণ টেনে বললেন জারা
ডা. জারা জানান, প্রায় ২০০ থেকে ২৫০ বছর আগে ফ্রান্সের কিছু সম্ভ্রান্ত পরিবারে পুত্রসন্তান পাওয়ার অদ্ভুত কুসংস্কার চালু ছিল। অনেক পুরুষ বিশ্বাস করতেন— ডান অণ্ডকোষ থেকে ছেলে আর বাম অণ্ডকোষ থেকে মেয়ে হয়। তাই কেউ বাঁ অণ্ডকোষ বেঁধে রাখতেন, আবার কেউ কেটে ফেলতেনও!
এমনকি সে সময়কার এক বিজ্ঞানী বই লিখেছিলেন, দাঁত তোলার মতোই নাকি অণ্ডকোষ কাটা সহজ। বইটির নাম ছিল “দ্য আর্ট অব হেভিং বয়েস”, যা সে সময় বেশ জনপ্রিয় হয়।
নারীর ক্ষেত্রেও ছিল কুসংস্কার
শুধু পুরুষ নয়, নারীদেরও সহবাসের পর নির্দিষ্ট দিকে কাত হয়ে শোয়ার পরামর্শ দেওয়া হতো। ধারণা ছিল, ডান দিকের ডিম্বাশয় ছেলে আর বাম দিকের ডিম্বাশয় মেয়ে সন্তান তৈরি করে।
বর্তমান বাস্তবতা
ডা. তাসনিম জারা বলেন, “এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ছেলে বা মেয়ে সন্তান হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে স্রষ্টার ইচ্ছার ওপর নির্ভরশীল। কোনো কৌশল বা বিশেষ পদ্ধতিতে এটি নির্ধারণ করা সম্ভব নয়।”
তিনি সবাইকে সতর্ক করে বলেন, “কেউ যদি পুত্রসন্তান পাওয়ার আশায় কোনো চমকপ্রদ পদ্ধতির কথা বলেন, সেটি থেকে দূরে থাকুন। এতে অর্থ, সময় এবং স্বাস্থ্যের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
0 Comments