ভারতের ছত্রিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতির মধ্যে এখনো এমন এক প্রথা রয়েছে, যা শুনে অনেকে অবাক হয়ে যান। এখানে ভাই-বোনের মধ্যে বিয়ের প্রচলন আছে এবং সেটা উপজাতির সংস্কৃতির অংশ হিসেবেই ধরা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুরোয়া উপজাতির মধ্যে একই পরিবারের ছেলে-মেয়ের মধ্যে বিয়েকে স্বাভাবিক মনে করা হয়। তাদের বিশ্বাস, এই প্রথা বজায় রাখলে পরিবারে সম্পদ ও জমিজমা একই বংশে থাকে এবং পরিবারে ঐক্য বজায় থাকে।
নৃবিজ্ঞানীদের মতে, এই প্রথাটি বহু শতাব্দী পুরোনো এবং একে উপজাতির সামাজিক কাঠামোর অংশ হিসেবে দেখা হয়। তারা এটিকে কুসংস্কার নয় বরং পারিবারিক ঐতিহ্য বলে মনে করে।
তবে আধুনিক সমাজকর্মীরা বলছেন, এ ধরনের বিয়ে ভবিষ্যতে সন্তানদের জিনগত সমস্যা তৈরি করতে পারে। এজন্য ধীরে ধীরে এই প্রথা বদলের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতা কর্মসূচি চালু করা হয়েছে। তবে এখনো ধুরোয়া উপজাতির অনেকেই এই প্রথাকে নিজেদের সংস্কৃতি হিসেবে ধরে রেখেছেন।
0 Comments