বিবাহিত জীবনে দম্পতিদের ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম উপায় হলো সম্পর্কের সুস্থতা ও পারস্পরিক বোঝাপড়া। শারীরিক চাহিদা প্রতিটি মানুষেরই স্বাভাবিক প্রয়োজন। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—নারীদের শারীরিক চাহিদা কত বছর পর্যন্ত স্থায়ী থাকে?
নারীদের চাহিদা নিয়ে ভিন্ন মত
বিশেষজ্ঞদের মতে, নারী ও পুরুষের চাহিদা নিয়ে নানা রকম মত রয়েছে। অনেক সময় বলা হয় নারীদের আকাঙ্ক্ষা পুরুষদের তুলনায় বেশি, আবার অনেকে এটাকে ভুলও প্রমাণ করেন। ইতিহাস ঘেঁটে দেখা যায়, আদিম যুগ থেকেই শারীরিক সম্পর্ক মানুষের জীবনের অংশ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো সম্পর্কই হতে হবে স্বেচ্ছায়। ইচ্ছার বিরুদ্ধে কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া সুস্থ সম্পর্ক নয়। সবার আগ্রহ এক নয়—কেউ নিয়মিত সম্পর্ক পছন্দ করেন, কেউবা কম মাত্রায়। অনেক সময় নারী-পুরুষের মধ্যে ভয় বা দ্বিধাও দেখা যায়, যা সম্পর্কের আনন্দ কমিয়ে দিতে পারে।
বয়সভেদে নারীদের চাহিদার পরিবর্তন
গবেষণায় দেখা গেছে, নারীদের চাহিদা পুরুষদের তুলনায় প্রায় চার ভাগের এক ভাগ। কিশোরী ও টিনএজ বয়সে নারীদের ইচ্ছা সবচেয়ে বেশি থাকে। ১৮ বছর পেরোনোর পর ধীরে ধীরে চাহিদা কমতে থাকে এবং ৩০-এর পর তা আরও হ্রাস পায়।
0 Comments