অজানা কিছু চমকপ্রদ তথ্য, যেগুলো জানলে আপনি অবাক হবেন
পিএনএস ডেস্ক: অজানাকে জানার কৌতূহল আমাদের সবার মধ্যেই থাকে। ভূগোল, ইতিহাস, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়ানো যেমন আনন্দদায়ক, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্যও তা গুরুত্বপূর্ণ। এবার জেনে নিন কিছু চমকপ্রদ তথ্য—
১) গভীর সমুদ্রের মাছ
সবচেয়ে গভীরে বসবাসকারী মাছটির নাম জুভেনাইল ফিস (Juvenile Fish)।
২) বাঘের রাতের দৃষ্টি শক্তি
রাতের অন্ধকারে বাঘ মানুষের চেয়ে ছয়গুণ বেশি ভালো দেখতে পারে।
৩) হাঁচি দিলে হৃদপিণ্ড থেমে যায়
মৃত্যু ছাড়া আমাদের হৃদপিণ্ড যে এক মুহূর্তের জন্য থেমে যায়, তা হয় হাঁচি দেওয়ার সময়, কয়েক মিলি সেকেন্ডের জন্য।
৪) ভারতের সবচেয়ে বড় পশু মেলা
ভারতের সবচেয়ে বড় পশু মেলা অনুষ্ঠিত হয় বিহারে।
৫) ভারতের দীর্ঘতম সীমান্ত
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বড়, যার দৈর্ঘ্য প্রায় ৪,১৫৬ কিলোমিটার।
৬) রক্তখেকো বাদুড়
মানুষের রক্ত খাওয়া বাদুড়ের নাম ভ্যাম্পায়ার ব্যাট (Vampire Bat)।
৭) চোখের কর্নিয়ার বিশেষ ক্ষমতা
আমাদের চোখের কর্নিয়া সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
৮) মিড ডে মিল প্রকল্প
ভারতে মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল ১৯৯৫ সালে।
৯) কালবৈশাখীর ইংরেজি নাম
কালবৈশাখীকে ইংরেজিতে বলা হয় নর্থ ওয়েস্টার (North Wester)।
১০) কনডমের উৎপত্তি
অতীতে কনডম তৈরি হতো ভেড়ার অন্ত্র থেকে।
0 Comments