একসময় বিশ্বের শীর্ষ নীল তারকা ছিলেন সানি লিওন। সেই অধ্যায় শেষ করেছেন প্রায় এক যুগ আগে। ২০১২ সাল থেকে বলিউডে কাজ করছেন তিনি এবং ধীরে ধীরে পেয়েছেন সম্মানজনক অবস্থান। তবে পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেও অতীত যেন পিছু ছাড়ছে না।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানি লিওন জানিয়েছেন, তার সবচেয়ে বড় ভয় – ভবিষ্যতে তার তিন সন্তান আসের, নোয়া ও নিশা যদি তার অতীত সম্পর্কে জানতে পারে, তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে।
সানির ভাষায়, “আমার জীবনের অনেক কিছুই আছে যা হয়তো আমার সন্তানদের ভালো লাগবে না। তবে আমি চাই, আমার অতীত নিয়ে ওদের সঙ্গে খোলামেলা কথা বলতে। যাতে অন্য কেউ কিছু বললে ওরা সঠিক উত্তর দিতে পারে।”
তিনি আরও বলেন, “আমি আমার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। ওরাও বড় হয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাবে। সম্প্রতি আমি আমার মেয়ে নিশাকে বলেছি, ওর পিয়ানোর প্রতি ভালোবাসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারবে।”
সানি লিওনের মতে, সন্তানদের সঙ্গে সত্যিটা ভাগ করে নিলেই তারা বুঝতে পারবে যে তাদের মা জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নিজে নিয়েছিলেন এবং সেখান থেকে নতুন জীবন গড়ে তুলেছেন।
0 Comments