সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা, থানায় জিডি দায়ের

রংপুরের হারাটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদের (ইমতি) বিরুদ্ধে। এ ঘটনায় নগরীর পরশুরাম থানায় এক অভিভাবক অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর টিফিন শেষে ক্লাস চলাকালে ইমতিয়াজ মোটরসাইকেলে বিদ্যালয়ে গিয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির কক্ষে প্রবেশ করে অর্ধ-বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একে একে ডেকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে মেয়েশিক্ষার্থীরাও বাদ যায়নি। নবম শ্রেণির এক পর্যায়ে বেতও ভেঙে যায়।

ভুক্তভোগীদের দাবি, ওইদিন কমপক্ষে অর্ধশত শিক্ষার্থীকে পেটানো হয়, যাদের মধ্যে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে পড়ে। এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখতে হয়।

প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বিষয়টি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে মীমাংসা করা হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, এটি ‘শাসন’ নয়, শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং এটি ফৌজদারি অপরাধ। প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দিয়েছেন।

অভিযুক্ত ইমতিয়াজ আহম্মদ দাবি করেন, তিনি কেবল শাসন করেছেন যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তিনি ঘটনাটিকে অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন।

রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিল এবং একজন অভিভাবক জিডি করেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments