আইএএস বা যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির ইন্টারভিউ সব সময় খবরের শিরোনামে থাকে। কারণ, এখানে প্রশ্নগুলো এমনভাবে ঘুরিয়ে করা হয় যাতে প্রার্থীরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। তবে এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে মজার পাশাপাশি তথ্যবহুলও মনে হবে। দেখে নিন কিছু চমকপ্রদ প্রশ্ন-উত্তর—
চমকপ্রদ প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: রেলওয়েতে W/L বোর্ডের অর্থ কী?
উত্তর: যেখানে W/L বোর্ড লাগানো থাকে সেখানে ড্রাইভারকে হর্ন বাজাতে হয়।
প্রশ্ন ২: মেয়েরা টাকা না নিয়ে যে জিনিস দেয় না সেটা কী?
উত্তর: বিয়ের দিন বরের জুতো। কনের বান্ধবী বা বোনেরা এটি করে থাকে।
প্রশ্ন ৩: কোন প্রাণী জলে থাকে কিন্তু জল পান করে না?
উত্তর: ব্যাঙ।
প্রশ্ন ৪: কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমায়?
উত্তর: ভাল্লুক।
প্রশ্ন ৫: কোন প্রাণী পা দিয়ে সবকিছুর স্বাদ নেয়?
উত্তর: প্রজাপতি।
প্রশ্ন ৬: ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন ৭: যা সাগরে থাকে কিন্তু ঘরেও থাকে—সেটা কী?
উত্তর: লবণ।
প্রশ্ন ৮: ট্রেনের টিকিটে WL এর অর্থ কী?
উত্তর: ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা।
প্রশ্ন ৯: মেয়েরা যে জিনিস দেখায় আর ছেলেরা লুকায় সেটা কী?
উত্তর: মানিব্যাগ। মেয়েরা হাতে রাখে, ছেলেরা পকেটে রাখে।
প্রশ্ন ১০: এমন কী জিনিস যার ছায়া নেই?
উত্তর: রাস্তা।
প্রশ্ন ১১: ভারতের কোন রাজ্যে রেলস্টেশন নেই?
উত্তর: সিকিম।
প্রশ্ন ১২: মানুষের চোখের ক্ষমতা মেগাপিক্সেলে কত?
উত্তর: প্রায় ৫৭৬ মেগাপিক্সেল।
প্রশ্ন ১৩: কোন প্রাণী লাফাতে পারে না?
উত্তর: হাতি।
প্রশ্ন ১৪: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ফ্যাদোমিটার।
প্রশ্ন ১৫: মহিলাদের কোন অঙ্গ প্রতি দুই মাস অন্তর পরিবর্তিত হয়?
উত্তর: ভ্রু।
0 Comments