সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন?

হাঁস বা মুরগির ডিম সাধারণত আমাদের খাবারের টেবিলের নিয়মিত উপাদান হলেও বিশ্বজুড়ে রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে এটি এক পরিচিত প্রতীকী অস্ত্র। ইতিহাসের নানা সময়ে রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এ প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। এতে গাড়ির সামনের কাচ ডিমের আঘাতে ঘোলা হয়ে যায়।

এ বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, খাবার নিক্ষেপের প্রধান কারণ হতে পারে এর সহজলভ্যতা ও দৃশ্যমানতা। তিনি বলেন, “টমেটো বা ডিম সস্তা, নিক্ষেপ করা সহজ এবং ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি দেয়। খাবার নিক্ষেপকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়।”

ডিম নিক্ষেপের ইতিহাস নতুন নয়। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের শাস্তি হিসেবে তাদের ওপর ডিম ছোড়া হত। তবে লিখিত ইতিহাসে প্রথম উল্লেখ মেলে ১৮শ শতকে। যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্বশাসিত দ্বীপাঞ্চল আয়েল অফ ম্যান-এ মেথোডিস্টদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

১৮৩৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে দাসত্ব বিরোধী বক্তৃতাকালে কবি জর্জ হোয়াইটার লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ১৯১৭ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ এক জনসভায় ডিমের আঘাতে আহত হন, যা দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে।

২০০১ সালে ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট ডিমের আঘাতে ক্ষুব্ধ হয়ে নিক্ষেপকারীর মুখে ঘুষি মারেন। মুহূর্তটির ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়।

এছাড়া ডিম নিক্ষেপের শিকার হয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচনী প্রচারণার সময় আর্নল্ড শোয়ার্জনেগারের দিকে ডিম নিক্ষেপ করা হয়। তিনি সিনেমার দৃশ্যের মতো হাত দিয়ে ডিম ঝেরে ফেলেন।

২০০৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ডিমের আঘাতে হাসপাতালে চিকিৎসা নেন। ২০১১ সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনস্যুলেটে ডিম ছোড়ে। ২০১৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনে ডিম ছোড়ার হুমকি দিয়েছিলেন বিক্ষোভকারীরা, যদিও কড়া নিরাপত্তায় তা সম্ভব হয়নি।

একই বছর আগস্টে ডিমের দাম কমে যাওয়ায় ফরাসি কৃষকরা ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সপ্তাহজুড়ে প্রতিদিন ১ লাখ ডিম ভাঙার শপথ নেন।

Post a Comment

0 Comments