বর্তমানে অনেকেই প্রশ্ন তোলেন—নারীদের যৌন সম্পর্কের সময় পুরুষদের মতো কোনো তরল নির্গমন হয় না কেন? অনেকে এ বিষয়ে বিভ্রান্ত হয়ে একাধিক ভিডিও খুঁজতে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর মেলে না।
বিশেষজ্ঞরা জানান, এ ক্ষেত্রে আসল বিষয় হলো অর্গ্যাজম ও ইজ্যাকুলেশনের মধ্যে পার্থক্য।
নারীদের অর্গ্যাজম
নারীদের ক্ষেত্রে অধিকাংশ সময় অর্গ্যাজম ঘটে। এটি মূলত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি প্রক্রিয়া। যৌন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালে শরীরে চাপ সৃষ্টি হয়, যা রিলিজ হওয়ার পর মানসিক ও শারীরিক আনন্দ পাওয়া যায়। এ সময় তরল নির্গত হবে কি না, তা নির্ভর করে ব্যক্তিগত শারীরবৃত্তীয় অবস্থার ওপর।
পুরুষদের ক্ষেত্রে পার্থক্য
পুরুষদের ক্ষেত্রে ইজ্যাকুলেশনের সঙ্গে সাধারণত বীর্য নির্গমন হয়। তবে অর্গ্যাজম ও ইজ্যাকুলেশন সবসময় একসাথে ঘটতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় আলাদাভাবেও ঘটতে পারে।
নারীদের ক্ষেত্রে ভিন্ন প্রক্রিয়া
নারীরা যৌনমিলনের সময় ডিম্বাণু নিঃসরণ করেন না। মাসিক চক্র অনুযায়ী ডিম্বাণু নির্গত হয়, যা সেক্সের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অন্যদিকে পুরুষের শুক্রাণু ছাড়া গর্ভধারণ সম্ভব নয়। তাই নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই অর্গ্যাজম আনন্দের অংশ হলেও প্রজনন প্রক্রিয়ায় ভূমিকা ভিন্ন।
বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের বিভ্রান্তি দূর করতে যৌনশিক্ষা ও সঠিক তথ্য প্রচার করা জরুরি।
0 Comments