সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

৯০ বছর ধরে এই গ্রামের কেউই পড়েনা পোশাক, ঘুরছেন খোলা শরীরেই

পোশাকহীন গ্রাম! আশ্চর্য রীতিতে চলছে বিলাসবহুল জীবন

আন্তর্জাতিক ডেস্ক
শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব—একটি গোটা গ্রাম যেখানে কেউই পোশাক পরেন না। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই অনাবৃত অবস্থাতেই বসবাস করেন। অথচ গ্রামের মানুষজনের কাছে বিষয়টি একেবারেই স্বাভাবিক, তাঁদের কাছে লজ্জা বা সংকোচের কোনো প্রশ্নই ওঠে না।

গ্রামটি আধুনিক ও উন্নত। দুইতলা বাড়ি, অর্থের প্রাচুর্য, বিলাসবহুল জীবনযাপন—সবই আছে। কিন্তু পোশাক নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানকার বাসিন্দারা এক টুকরো সুতো পর্যন্ত শরীরে জড়ান না।

রীতির সূচনা ১৯২৯ সালে

ব্রিটেনের ১২ একর জমি কিনে ১৯২৯ সালে চার্লস ম্যাকাসকি নামের এক ব্যক্তি এই গ্রামের সূচনা করেন। তিনি ঘোষণা করেছিলেন, “প্রকৃতি যেমন মানুষকে তৈরি করেছে, তেমনভাবেই এখানে থাকতে হবে।” সেই নিয়ম মেনেই গড়ে ওঠে ‘স্পিলপ্লাজ’ নামের এই গ্রাম।

এরপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। স্থানীয়রা মনে করেন, পোশাক ছাড়াই প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনযাত্রারই অংশ।

বাইরের মানুষও মানতে হয় রীতি

ডাকবিভাগের কর্মী থেকে শুরু করে পর্যটক—যে কেউ গ্রামে এলে স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখেন। স্থানীয়দের মতো দর্শনার্থীরাও সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যান। তবে বিশেষ শর্তও রয়েছে—গ্রামে ভাড়া নিতে চাইলে বাসিন্দাদের মতোই পোশাক ত্যাগ করতে হবে, না হলে অনুমতি মেলে না।

গ্রামবাসীদের দাবি, তাদের এই জীবনধারা এখন আর অস্বাভাবিক কিছু নয়। বরং প্রকৃতির নিয়ম মেনেই চলছে তাঁদের আধুনিক ও সচ্ছল জীবন।

 

Post a Comment

0 Comments