শরীরের বিশেষ কিছু স্থানে তিল? সমুদ্রশাস্ত্র বলছে—ধনী হওয়ার ইঙ্গিত!
নিজস্ব প্রতিবেদন:
মানুষ ধনী হতে চায়, চায় সচ্ছল ও বিলাসিতার জীবন। কেউ পরিশ্রম করে সাফল্য অর্জন করেন, কেউ বা ভাগ্যের দৌলতে পান প্রাচুর্য। তবে জানেন কি, সমুদ্রশাস্ত্র মতে মানুষের শরীরের কিছু বিশেষ স্থানে তিল থাকলে সেটি ভবিষ্যতে ধন-সম্পদ লাভের ইঙ্গিত বহন করে?
বিশেষজ্ঞদের মতে, শরীরে জন্মগতভাবে থাকা তিল অনেক সময় মানুষের ভাগ্য, সাফল্য ও সম্পদের বার্তা বহন করে। চলুন দেখে নেওয়া যাক শরীরের কোন কোন স্থানে তিল থাকলে ধনী হওয়ার সম্ভাবনা প্রবল—
-
ঠোঁটের ওপরে তিল: অল্প বয়স থেকেই প্রচুর ধনসম্পদের মালিক হওয়ার সম্ভাবনা। এরা সাধারণত জেদি স্বভাবের হয়ে থাকেন।
-
নাকের ডানপাশে তিল: ৩০ বছরের পর থেকেই জীবনে সাফল্য আসতে শুরু করে।
-
কোমরে তিল: ধীরে ধীরে সম্পদ ও প্রাচুর্যের পথে এগিয়ে যাওয়ার লক্ষণ।
-
গাঢ় রঙের ছোট তিল: শরীরের যেকোনো স্থানে থাকলেও বিয়ের পর প্রচুর সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়।
-
ডান হাতের তালুতে তিল: অল্প বয়স থেকেই সম্পদলাভ ও আর্থিক উন্নতির চিহ্ন।
-
নাভির আশেপাশে বা চিবুকে তিল: আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক।
-
বুকে তিল: সহজেই ধনী হওয়ার সম্ভাবনা, পাশাপাশি শান্তিপূর্ণ জীবনযাপনের ইঙ্গিত।
বিশেষজ্ঞদের মতে, তিল ভাগ্যের একটি ইঙ্গিত মাত্র, তবে পরিশ্রম ও কর্মফল ছাড়া স্থায়ী সাফল্য সম্ভব নয়।
আপনার শরীরেও কি আছে এমন তিল? মন্তব্যে জানাতে ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে খবরটি শেয়ার করুন।
0 Comments