বিয়ে ছাড়াই সন্তান জন্মদানে শীর্ষে ফ্রান্স
ইউরোপের দেশগুলোর মধ্যে বিয়ে ছাড়াই সন্তান জন্মদানে সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্স। দেশটিতে প্রতি ১০০ শিশুর মধ্যে ৬০ জনের বাবা-মা বৈবাহিক সম্পর্ক ছাড়াই সন্তান জন্ম দেন। পরিবার গঠন ও সন্তান লালন-পালনের প্রাচীন পদ্ধতি হিসেবে বিয়ে দীর্ঘদিনের ঐতিহ্য হলেও আধুনিক পশ্চিমা সমাজে এর গুরুত্ব ক্রমশ কমছে।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের এক জরিপে দেখা গেছে, ২০১৮ সালে ইউরোপে বিবাহবহির্ভূত সন্তান জন্মদানের হার দাঁড়ায় ৪২ শতাংশ, যা ২০০০ সালে ছিল ২৫ শতাংশ। অর্থাৎ ১৮ বছরে এ হার বেড়েছে প্রায় ১৭ শতাংশ।
জরিপে অংশ নেওয়া ২৬টি দেশের মধ্যে দেখা যায়, ফ্রান্সের পরই রয়েছে বেলজিয়াম, যেখানে ৫৮.৫ শতাংশ শিশু জন্ম নিচ্ছে অবিবাহিত মা-বাবার ঘরে। স্লোভেনিয়া ও পর্তুগালে এ হার যথাক্রমে ৫৭.৭ এবং ৫৫.৯ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা সমাজে অবাধ মেলামেশা ও স্বাধীন মানসিকতার কারণে বিয়েতে আগ্রহ কমছে। অনেক ক্ষেত্রেই ক্যারিয়ার অগ্রাধিকার পায়। বিয়ের পর আলাদা হয়ে গেলে আইনি জটিলতা ও সম্পদের ভাগাভাগি এড়িয়ে চলতে চান অনেকে। সন্তান থাকলে তার অভিভাবকত্ব ও ভরণপোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র, ফলে আলাদা আইনি জটিলতার মুখোমুখি হতে হয় না।
এ ছাড়া সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসের মতো দেশেও বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার ৫০ শতাংশের বেশি। ইতালিতে এ হার ৩৪ শতাংশ এবং জার্মানিতে ৩৩ শতাংশ।
তবে জার্মান সমাজে এখনো বিয়ে ছাড়া সন্তান জন্মদানকে অনেকে অনৈতিক মনে করে। জার্মান সরকারের নীতি অনুযায়ী, বিবাহিত দম্পতিরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পান, সন্তান থাকলে বাড়তি ভাতা, বাসা সুবিধা এবং দুই বছরের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। ফলে দেশটিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার তুলনামূলক কম।
0 Comments