সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ভাড়ায় পাওয়া যাবে সুন্দরী প্রেমিকা, খরচও অনেক কম

অবসর সময়ে পার্কে ঘুরতে গিয়ে অনেক সময় সঙ্গীর অভাবে বিপাকে পড়েন অবিবাহিতরা। এ সমস্যার সমাধান নিয়ে এসেছে চীন। এখন চাইলে অনলাইনে এক দিনের জন্য ভাড়ায় প্রেমিকা নেওয়া যাচ্ছে।

চীনের একাধিক অনলাইন পোর্টালে গিয়ে তরুণদের নিজেদের তথ্য জমা দিলেই শুরু হবে প্রক্রিয়া। এরপর যোগাযোগ করবে নির্দিষ্ট এক নারী। সেবার জন্য দিতে হবে প্রায় ১০০০ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার টাকা)। ঘুরতে যাওয়ার জন্য অতিরিক্ত ৩৫০ ইউয়ান (প্রায় ৬ হাজার টাকা) গুনতে হবে। এমনকি ছবি দেখে বাছাই করতে চাইলে বাড়তি খরচ দিতে হয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, অনেক তরুণী বাড়তি উপার্জনের জন্য এই কাজে যুক্ত হচ্ছেন। এক গোপন তদন্তে জানা গেছে, মাম্মু নামের এক তরুণী বলেন,
“ভালো চাকরি করি, মাসে প্রায় ৫০০০ ইউয়ান আয় হয়। প্রেমিক নেই। ছুটির দিনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া মন্দ লাগে না, আয়ও হয়। নতুন বছরের শুরুতে আমি প্রায় ৪০,০০০ ইউয়ান (৬ লাখ টাকার বেশি) আয় করেছি।”

তাদের কাজের পরিধি শুধু ঘুরতে যাওয়া নয়। কেউ তাদের বাবা-মায়ের সঙ্গে হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দেন, কেউ আবার বন্ধুবান্ধবের সামনে ‘আসল প্রেমিকা’ হিসেবে হাজির করেন। এমনকি মিথ্যে বিয়ের ফটোশুটেও অংশ নিতে হয়। অতিরিক্ত টাকা দিলে আরও নানা কাজের অনুরোধও মেনে নিতে হয়।

বিশেষজ্ঞদের মতে, চীনে সম্পর্ক ও বিয়ের প্রতি তরুণদের আগ্রহ কমে যাওয়ায় এমন সেবার চাহিদা বাড়ছে।

 

Post a Comment

0 Comments