খুশকি দূর করতে কার্যকর লবণ, জানালেন বিশেষজ্ঞরা
শীতকাল এলে চুলে খুশকির সমস্যা বেড়ে যায়। খুশকি দূর করতে বারবার শ্যাম্পু ব্যবহার করলে চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। তবে সহজ একটি উপাদান—লবণ—এই সমস্যার সমাধান দিতে পারে। লবণে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা মাথার ত্বক পরিষ্কার রাখতে এবং খুশকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা জানান, খুশকির জন্য দায়ী মৃত কোষ মাথার ত্বকে জমে ফ্লেক্স তৈরি করে এবং আর্দ্রতা ও ময়লার কারণে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এ সময় শ্যাম্পু যথেষ্ট কার্যকর না হলেও লবণের ব্যবহার উপকারী হতে পারে। লবণ অতিরিক্ত তেল ও ময়লা শোষণ করে মাথার ত্বক পরিষ্কার রাখে এবং খুশকির ফ্লেক্স সহজে দূর করতে সাহায্য করে। এর জন্য মাথার ত্বকে সামান্য লবণ ছিটিয়ে আলতোভাবে ম্যাসাজ করে পরে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে।
এছাড়া মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধেও লবণ কার্যকর। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, ফ্লেক্স অপসারণ করে এবং ছত্রাকের বৃদ্ধি রোধে সহায়তা করে। এজন্য ভেজা আঙুলে এক থেকে দুই চা চামচ লবণ নিয়ে ১০–১৫ মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করার পর চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
0 Comments