নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়ির ঘরে আগুন, পুড়ে গেল গরু-ছাগলসহ সবকিছু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়ির বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মো. কাবুল মিয়া (৩৫) নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।
রবিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে শফিকুল ইসলাম নামে এক প্রতিবেশী গুরুতর দগ্ধ হন এবং তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত কাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। তিনি প্রায়ই স্ত্রী ও শাশুড়ির কাছে নেশার টাকা দাবি করতেন। টাকা না দিলে গালাগালি, মারধর ও ভাঙচুর চালাতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। রাতে সুযোগ বুঝে স্ত্রী ও শাশুড়ি ঘুমিয়ে পড়লে ঘরে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভাতে গেলে তিনি আশপাশের বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমজান আলী বলেন, "অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
0 Comments