টানা দুই দফায় ভরিতে ২,৭১৭ টাকা বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) ভরিতে এক লাফে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়েছে। এতে টানা দুই দফায় মোট ২ হাজার ৭১৭ টাকা বৃদ্ধি পেল স্বর্ণের দাম।
শনিবার রাতে নতুন দর ঘোষণা করে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা, যা কার্যকর হবে রোববার (৩১ আগস্ট) থেকে।
এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।
নতুন দর তালিকা (প্রতি ভরি):
-
২২ ক্যারেট: ১,৭৪,৩১৮ টাকা
-
২১ ক্যারেট: ১,৬৬,৩৯৯ টাকা
-
১৮ ক্যারেট: ১,৪২,৬২৭ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,১৮,০২৮ টাকা
এ বছর রেকর্ড হারে সমন্বয়
চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং কমেছে মাত্র ১৬ বার। অন্যদিকে গত বছর স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার। তখন ৩৫ বার দাম বাড়ানো হলেও ২৭ বার কমানো হয়েছিল।
0 Comments