সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

স্বামী যদি স’হবাসে অক্ষম হয়, তাহলে স্ত্রীর কী করা উচিৎ

স্বামীর সাথে সম্পর্কের সমস্যায় ভুগছেন এক নারী, কী বললেন ইসলামিক আলেমরা?

স্বামীর সঙ্গে আচরণ ও দাম্পত্য জীবনে সমস্যার কারণে দিশেহারা এক নারী পরামর্শ চান। তিনি বলেন, “আমি জানি স্বামী ডাকলে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও তার কক্ষে যাওয়া আমার কর্তব্য। মিথ্যা বলা গুনাহ, তবুও স্বামীকে খুশি করতে গিয়ে মাঝে মাঝে আমি সন্তুষ্টির ভান করি। এতে আমি পাপ করছি কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

নারীর এমন প্রশ্নের জবাবে ইসলামিক আলেমরা জানান, এ ক্ষেত্রে স্বামীকে পরিষ্কারভাবে বলা উচিত। সরাসরি বললে তাকে বিব্রত করা হবে না কিংবা দুর্বলও প্রমাণ করা হবে না। বরং সমস্যার মূল কারণ অনেক সময় স্বামীর অজ্ঞতা বা বিষয়টিতে সচেতন না থাকা।

আলেমরা বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া জরুরি। দাম্পত্য সুখের জন্য উভয়ের দায়িত্ব রয়েছে। স্বামীর পাশাপাশি স্ত্রীকেও উৎসাহ, সৌন্দর্য ও আদরের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করতে হবে।

তারা আরও পরামর্শ দেন, স্বামীকে মিলনবিষয়ক সহায়ক বই পড়তে উৎসাহিত করা যেতে পারে। যেমন মাহমুদ মেহদি ইস্তান্বুলির ‘তুহফাতুল আরুস (নববধূর উপঢৌকন)’ বইটি এ ক্ষেত্রে কার্যকর হতে পারে।

শেষে আলেমরা বলেন, কষ্ট সহ্য করে যাওয়ার পরিবর্তে সরাসরি সমস্যার সমাধান খোঁজা উত্তম। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত, যেন দাম্পত্য জীবন সুন্দর ও সুখময় হয়।

 

Post a Comment

0 Comments