২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪৩২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৪৩২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩১ জন এবং সিলেটে পাঁচ জন রয়েছেন। একই সময়ে ৪৩১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০ হাজার ৩৭৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ছয় শতাংশ নারী। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।
তুলনায়, ২০২৪ সালে সারা বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।
0 Comments