সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

নখে সাদা দাগ কেন হয়, এর কারণ জানলে চমকে যাবেন আপনি!


নখে সাদা দাগ কেন হয়? চিকিৎসকের ব্যাখ্যা

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হাতের নখ। অনেক সময় দেখা যায় নখে ছোট ছোট সাদা দাগ তৈরি হয়। অনেকে মনে করেন, শরীরে ক্যালসিয়ামের অভাবেই এই দাগ দেখা দেয়। তবে চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন।

চিকিৎসা বিজ্ঞানে এই দাগকে বলা হয় ‘Punctate Leukonychia’। সাধারণত নখে ধাক্কা লাগা বা সামান্য আঘাতের কারণেই এই দাগ তৈরি হয়। এমনকি টেবিলে বারবার নখ দিয়ে শব্দ করা কিংবা দাঁত দিয়ে নখ কাটার মতো অভ্যাস থেকেও নখে এ ধরনের দাগ দেখা দিতে পারে। আসলে এগুলো হলো নখের ক্ষতিগ্রস্ত কোষের প্রতিফলন।

তবে নখ সম্পূর্ণ সাদা হয়ে গেলে সেটি হতে পারে গুরুতর সমস্যার ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, পুরো সাদা নখ লিভার, কিডনি বা হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়া যখন নখে সারিবদ্ধ সাদা দাগ তৈরি হয়, তখন তা শরীরে প্রোটিনের ঘাটতির ইঙ্গিত দেয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, যদি নখে কয়েকটি দাগ থাকে তবে তা নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু দাগ যদি পুরো নখজুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

Post a Comment

0 Comments