ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী নিহত
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি যুদ্ধবিমানের এক হামলায় হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সানার একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া।
অপর সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ওই দিন হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন শীর্ষ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। তবে প্রধানমন্ত্রীর ওপর আলাদা টার্গেট হামলা চালানো হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র জানায়, হুতি নেতাদের একটি বৈঠকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়। যদিও স্থানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত ছিল, তবু ইসরায়েলি বিমান সেটি ভেদ করে হামলা চালাতে সক্ষম হয়। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর পর থেকে তারা সেখানে নিজেদের সরকার গঠন করে প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউইকে নিয়োগ দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার মধ্যেও হুতিরা রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতিরা নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল। এরই মধ্যে তাদের প্রধানমন্ত্রীকে টার্গেট করে হত্যা করল দখলদার ইসরায়েল।
0 Comments