শ্রীলঙ্কার ঘরোয়া লিগের ক্রিকেটার সালিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে ট্রাইবুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে।
নিষিদ্ধ হলেন লঙ্কান এই ক্রিকেটার
২০২৩ সালের সেপ্টেম্বরে অভিযোগ ওঠে, ২০২১ সালের আবুধাবি টি-১০ লিগে নিয়ম ভেঙেছিলেন সামান। সে সময় মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। অবশেষে এল চূড়ান্ত রায়।
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ১০১টি ফার্স্ট-ক্লাস ম্যাচ ও ৭৭টি লিস্ট-এ ম্যাচ। স্বীকৃত ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৫ হাজারের বেশি রান এবং ৩৫০টির বেশি উইকেট।
তিন ধারায় দোষী সাব্যস্ত
ট্রাইবুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে তিনটি ধারায়—
-
২.১.১ ধারা: ২০২১ আবুধাবি টি-১০-এ ম্যাচ বা ম্যাচের অংশ প্রভাবিত করার চেষ্টা।
-
২.১.৩ ধারা: অন্য খেলোয়াড়কে দুর্নীতিমূলক প্রস্তাব দেওয়া।
-
২.১.৪ ধারা: নিয়ম ভঙ্গের জন্য অন্য খেলোয়াড়কে উৎসাহ, প্ররোচনা বা সহায়তা করা।
তদন্ত শেষে আইসিসি ও ডিজাইনেটেড অ্যান্টি-করাপশন অফিসার (ডিএসিও) সামানের অপরাধ প্রমাণ করতে সক্ষম হন। ফলস্বরূপ, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে তার ৫ বছরের নিষেধাজ্ঞা।
যাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল
২০২৩ সালে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তারা হলেন—পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক কৃষণ কুমার চৌধুরি ও পরাগ সাঙভি, বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, ব্যাটিং কোচ আশার জাইদি, সহকারী কোচ সানি ধিলন এবং দলীয় ম্যানেজার শাদাব আহমেদ।
উল্লেখ্য, বাংলাদেশের নাসির হোসেনকে আইসিসি ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল, যা থেকে গত এপ্রিলে মুক্তি পান তিনি।
0 Comments