পাপারাজ্জিদের উপর ক্ষোভ প্রকাশ করলেন নোরা ফাতেহি, জানালেন নিজের অভিজ্ঞতা
বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি সম্প্রতি পাপারাজ্জিদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিমানবন্দর, রেস্তরাঁ কিংবা ক্যাফে—যেখানেই সেলেবরা যান, পাপারাজ্জিদের উপস্থিতি এখন সাধারণ ব্যাপার। অনেক তারকাই এই স্পটলাইট উপভোগ করলেও, নোরার মতে সবসময় এই সম্পর্ক মধুর থাকে না।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোরা জানান, পাপারাজ্জিদের অনেকেই প্রায়শই তার শরীরের বিশেষ কিছু অংশে ক্যামেরা জুম করেন। নোরা স্পষ্টভাবে বলেন, “আমার সুঠাম শরীর নিয়ে আমি গর্বিত। বিশেষ করে আমার নিতম্ব আকর্ষণীয় হওয়ায় সেটাতেই তারা বেশি জুম করে। বলিউডে আমার মতো উঁচু নিতম্ব আর কারও নেই বলেই হয়তো এমনটা হয়। তবে তাদের জানাতে চাই—আমার নিতম্বে জুম করে দেখুন, সবটাই আসল, কোনও কিছুই নকল নয়।”
কানাডার নাগরিক নোরা ফাতেহি বর্তমানে বলিউডে একের পর এক হিট গানে নাচের জন্য দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৭ কোটিরও বেশি। তবে সাফল্যের পেছনে ছিল কঠিন সংগ্রাম। নোরা জানান, মাত্র ৫ হাজার টাকা নিয়ে ভারত আসেন তিনি এবং মুম্বইয়ে ৯ জন মহিলার সঙ্গে একটি ফ্ল্যাটে ভাগাভাগি করে থাকতেন।
নোরার মতে, “মানুষ শুধু আমার শরীর নিয়ে আলোচনা করে। আমার সংগ্রাম, পরিশ্রম—এসব নিয়ে কারও আগ্রহ নেই।”
বলিউডে নিজের অবস্থান শক্ত করতে নোরাকে যেসব চ্যালেঞ্জ পার হতে হয়েছে, সেই অভিজ্ঞতাই আজ আলোচনায় এনে দিয়েছে এই জনপ্রিয় তারকাকে।
0 Comments