প্রাকৃতিক উপায়ে মশা তাড়ান: বাড়িতেই করুন এই সহজ ব্যবস্থা
বর্ষার মৌসুমে সারাদেশে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। এর ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। মশা তাড়াতে অনেকে কয়েল, স্প্রে কিংবা অন্যান্য রাসায়নিক ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বিশেষজ্ঞরা মশার উপদ্রব কমাতে প্রাকৃতিক উপায় গ্রহণের পরামর্শ দিচ্ছেন।
পানি জমতে না দেওয়া
বাড়ির আশপাশে ও ভেতরে কোথাও পানি জমতে দেবেন না। জমে থাকা পানি মশার প্রজননস্থল। তাই ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখুন, টব বা পাত্রে পানি জমতে না দেওয়ার দিকে খেয়াল রাখুন।
লেবু ও লবঙ্গের ব্যবহার
মশা টক গন্ধ ও লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না। লেবু কেটে তাতে লবঙ্গ গুঁজে বাড়ির বিভিন্ন স্থানে রাখুন। এতে মশা দূরে থাকবে।
রসুনের প্রাকৃতিক স্প্রে
রাসায়নিক স্প্রের বদলে রসুন ব্যবহার করুন। কয়েক কোয়া রসুন থেঁতো করে পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন এবং স্প্রে বোতলে ভরে নিন। ঘরে ছিটিয়ে দিলে মশা পালাবে।
নিমের তেল
নিমের তেল মশা তাড়াতে অত্যন্ত কার্যকর। সমপরিমাণ নিম ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। এতে মশা দূরে থাকবে এবং ত্বকের অ্যালার্জি বা সংক্রমণও কমবে।
পুদিনার উপকারিতা
পুদিনার গন্ধ মশা ও অন্যান্য পোকামাকড় দূরে রাখে। পানিতে পুদিনা পাতা রেখে বা পুদিনার তেলের ব্যবহার করলে মশা কমবে। পুদিনার ভাপ ঘরে ছড়িয়ে দিলে আরও ভালো ফল মিলবে।
বিশেষ গাছ লাগান
গাঁদা, তুলসী, লেমনগ্রাস ও পুদিনার মতো গাছ মশা তাড়াতে কার্যকর। এসব গাছ বাড়িতে লাগালে মশার পাশাপাশি অন্যান্য পোকামাকড় থেকেও সুরক্ষা মিলবে।
কর্পূর ও হলুদ আলো
কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর হয়। এছাড়া ঘরে হলুদ আলো ব্যবহার করলে মশা কম আকৃষ্ট হয়। এলইডি, হলুদ ‘বাগ লাইট’ বা সোডিয়াম লাইট ব্যবহারে সন্ধ্যাবেলায় মশার আক্রমণ অনেকটাই হ্রাস পায়।
বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকের বদলে এসব প্রাকৃতিক উপায় গ্রহণ করলে মশা তাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও কমানো সম্ভব।
0 Comments