টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দিলেন পরকীয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট
টিভি নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলছেন।
অভিনয়ে নিয়মিত না হলেও প্রভা ভালো গল্প ও বিশেষ কাজ পেলে আবারও ক্যামেরার সামনে হাজির হন। সম্প্রতি এসব তথ্য নিজেই শেয়ার করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।
ফেসবুকে সরব প্রভা
কাজের বাইরেও ফেসবুকে প্রভা বেশ সক্রিয়। সেখানে ব্যক্তিজীবনের নানা দিকও তুলে ধরেন তিনি। কয়েকদিন আগে তিনি বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়ে একটি পোস্ট করেছিলেন, যেখানে বলেছিলেন—অন্যদের কাছে সন্তানদের নিয়ে অভিযোগ বা সমালোচনা না করার।
এবার পরকীয়া নিয়ে পোস্ট
গত রবিবার প্রভা ফেসবুকে লিখেছেন,
“আপনি করলে আপনকীয়া আর আমি করলে পরকীয়া!”
কিন্তু এই পোস্টের মাধ্যমে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা এখনও জানা যায়নি। ভক্তরা নানাভাবে মন্তব্য করছেন, কেউবা অনুমান করছেন এটি ব্যক্তিগত জীবনের কোনো ঘটনার প্রতিফলন।
সাদিয়া জাহান প্রভা ফেসবুকে সরব থাকায় তার প্রতিটি পোস্টই দর্শক ও ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
0 Comments