ফ্যানের গতি কমালে কি সত্যিই কমে বিদ্যুত খরচ? জানালেন বিশেষজ্ঞরা
গরমের দিনে বাড়ে ফ্যানের ব্যবহার, আর সঙ্গে সঙ্গে বেড়ে যায় বিদ্যুতের বিলও। খরচ কমানোর কৌশল হিসেবে অনেকেই ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে গতি কমিয়ে রাখেন। কিন্তু এতে কি সত্যিই বিদ্যুত বাঁচে?
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি নির্ভর করে ব্যবহৃত রেগুলেটরের ধরনের ওপর। পুরোনো ধরনের সিলিং ফ্যান রেগুলেটর ভোল্টেজ কমিয়ে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। ফলে স্পিড যাই হোক না কেন, বিদ্যুতের খরচ প্রায় একই থাকে। তাই যাদের বাড়িতে এই ধরনের রেগুলেটর রয়েছে, ফ্যানের গতি কমালেও বিল কমবে না।
তবে আধুনিক ইলেকট্রনিক রেগুলেটরগুলো আলাদা। এগুলো রেজিস্ট্যান্স বাড়িয়ে গতি নিয়ন্ত্রণ করে, যার ফলে তাপ উৎপাদন কম হয় এবং বিদ্যুত সাশ্রয় হয়। তাই নতুন প্রযুক্তির রেগুলেটর ব্যবহারের ক্ষেত্রে ফ্যানের স্পিড কমানোতে আসলেই বিদ্যুত খরচ কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
0 Comments