সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

বিপিএলের ফি”ক্সিং ইস্যু নিয়ে সরাসরি মুখ খুললেন তামিম

বিপিএলের ফিক্সিং বিতর্কে মুখ খুললেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখনো গত আসরের ফিক্সিং অভিযোগ। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের নাম উঠে এলেও বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (১৯ আগস্ট) ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে তামিম বলেন,
“আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য, সেটা তো আমরা জানি না। যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন দেন এবং সেটা প্রকাশিত হয়, তখন এ বিষয়ে কথা বলা যাবে।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও নানা উদ্যোগে ব্যস্ত রয়েছেন তামিম। সোমবার তিনি যান বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুশীলন সুবিধা পরিদর্শন করেন।

সেখানে তিনি বলেন,
“আমার কাছে মনে হয় যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই সমান ক্রিকেটার। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আন-চ্যালেঞ্জড বা মহিলা—এসব আলাদা পরিচয়ের দরকার নেই। দেশকে প্রতিনিধিত্ব করাই সবচেয়ে বড় পরিচয়।”

তামিমের মতে, সবাই সমান হলে আলাদা ট্যাগ দেওয়ারও প্রয়োজন নেই।
“আমরা সবসময় বলি, সবাই সমান। তাহলে এখানে ট্যাগ কেন? তাদের শুধু ক্রিকেটার বললেই যথেষ্ট।”

এদিকে, বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ হয়নি। ফলে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানেই রয়েছেন তামিম। এখন প্রশ্ন একটাই—প্রতিবেদন প্রকাশ হলে কী পদক্ষেপ নেবে বিসিবি, আর কীভাবে সামাল দেবে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টের এই বিতর্ক।

 

Post a Comment

0 Comments